January 20, 2022

মুক্ত বাংলা সংবাদ

সবার আগে সঠিক খবর

বরিশাল সদর উপজেলায় চরকাউয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ।

বরিশাল সদর উপজেলা বিকেল ৪টায় চরকাউয়া ব্যারিস্টার বাড়ীর সামনে চরকাউয়া মিনিবাস মালিক সমিতির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে, গাড়ি দুটি দুদিকে পড়ে যায়, গাড়ি দুটির নাম পপুলার পরিবহন, ও অনামিকা পরিবহন, এই মারাত্মক এক্সিডেন্টে অনেক লোক হতাহত।