January 20, 2022

মুক্ত বাংলা সংবাদ

সবার আগে সঠিক খবর

পিরোজপুর/ভান্ডারিয়া দারুল হুদা আল-গাযযালী ইসলামিয়া কামিল( শ্মাতকোত্তর) মাদ্রাসা ভাগ্য পরিবর্তনে সুপার আবদুল্লাহ মাহমুদ।

 

পিরোজপুর ভান্ডারিয়ার সুবিধা বঞ্চিত দারুলহুদা মাদ্রাসার ভাগ্য পরিবর্তনে বর্তমান প্রিন্সিপাল আবদুল্লাহ মাহমুদ তালুকদার।

বর্তমান প্রিন্সিপাল আব্দুল্লাহ মাহমুদ দায়িত্ব নেয়ার পর থেকে মাদ্রাসায় বইছে উন্নয়নের জোয়ার।মাদ্রাসা লেগেছে আধুনিকতার ছোঁয়া।তিনি প্রতিষ্ঠা করেছেন আধুনিক কম্পিউটার ল্যাব,আধুনিক লাইব্রেরী ও বিজ্ঞানাগার ও পূর্বের মাদ্রাসা চত্বরে অবস্থিত মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সম্পূর্ণ নতুনভাবে আধুনিক তিন তলা একটি মসজিদের কাজ শুরু করেছেন যা বর্তমানে চলমান রয়েছে।বর্তমানে এতিমখানা খানা শ্মাতকোওর মাদ্রাসায় চলমান রয়েছেন।মাদ্রাসাকে মডেল মাদ্রাসা গড়ে তুলেছেন বদ্ধপরিকর বর্তমান প্রিন্সিপাল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদার কথা না ভেবে যারা নিজেদের চাহিদা নিয়ে ব্যস্ত থাকেন তাহাদের থেকে প্রতিষ্ঠানের উন্নয়ন কখনোই আশা করা যায় না।

তিনি আরো বলেন অসহায় শিক্ষার্থীদের আমি বিনা বেতনে পড়াচ্ছি।এখন আমার মাদ্রাসায় তিন হাজারের উপর ছাত্র ছাত্রী রয়েছে এবং  পঞ্চাশোর্ধ শিক্ষক ও স্টার রয়েছে।‌