January 20, 2022

মুক্ত বাংলা সংবাদ

সবার আগে সঠিক খবর

পুলিশে চাকরির পরীক্ষায় নকল করতে পরচুলার ভেতরে ফোন!

অনলাইন ডেস্ক :: স্যান্ডেলের ভেতর ব্লুটুথ ডিভাইস রেখে কিংবা মাস্কের ভেতরে ছোট ফোন নিয়ে পরীক্ষায় নকল করার কথা আগেই শোনা গেছে। এবার বেরিয়ে এলো নকলের আরও একটি অভিনব উপায়। পুলিশে চাকরির পরীক্ষায় এক লোক মাথায় পরচুলা লাগিয়ে তার নিচে লুকিয়ে ফোন নিয়ে গেছেন। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়ে গেছেন। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ।

কিছু দিন আগে রাজ্যটিতে পুলিশের সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় অভিনব উপায়ে নকল করতে গিয়ে ধরা পড়েছেন এক পরীক্ষার্থী।ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছিল। তখন একজনকে দেখে কিছুটা সন্দেহ হয় পরীক্ষকদের। তার সারা শরীর খুটিয়ে খুটিয়ে দেখেও তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবুও সন্দেহ থেকেই গিয়েছিল পরীক্ষকদের।পরে যুবকের কান পরীক্ষা করতেই চমকে ওঠেন সবাই। ওই লোকের কানের ভেতরে ছোট্ট এয়ারফোন ঢোকানো ছিল, যা সহজে কারও নজরে আসবে না। এরপরই মেটাল ডিটেক্টর এনে যুবককে আরও ভালোভাবে তল্লাশি করা হয়। মাথার ওপর মেটাল ডিটেক্টর ধরতেই সেটি আওয়াজ করতে শুরু করে।এরপরও যেন সব পরিষ্কার হচ্ছিল না। কারণ, মাথায় আবার কী ধাতব বস্তু থাকতে পারে? শেষে ভালো করে পরীক্ষা করতেই দেখা যায়, ওই যুবক পরচুলা পরে রয়েছেন। আর সেই পরচুলার নিচে লুকানো মোবাইল ফোনের অংশ। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এর আগে, গত সেপ্টেম্বরে রাজস্থানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্যান্ডেলের ভেতর ব্লুটুথ লাগিয়ে নকল করতে গিয়ে ধরা পড়েছিলেন পাঁচজন। এছাড়া, বিহারে পুলিশের পরীক্ষা দেওয়ার সময় মাস্কের ভেতরে ফোন লাগিয়ে নকল করতে গিয়ে ধরা পড়েন আরেক পরীক্ষার্থী।

সূত্র: আনন্দবাজার পত্রিকা