January 20, 2022

মুক্ত বাংলা সংবাদ

সবার আগে সঠিক খবর

বরিশাল ঝালকাঠি তে বৃদ্ধ অটোচালকের মৃতদেহ উদ্ধার।

ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের স্রীরামপুর নামক স্থানে অটোচালক সোবহান খলিফা(৬০) এর মৃত্যদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের পিতা আঃ সোবহান খলিফা, তিনি দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত রশিদ খলিফার বড় ছেলে। গতকাল রাত ৯ টা থেকে নিখোঁজ ছিলেন তিনি।