January 20, 2022

মুক্ত বাংলা সংবাদ

সবার আগে সঠিক খবর

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব।

অনলাইন ডেস্ক :: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকে পটুয়াখালীতে হালকা বৃষ্টি হচ্ছে। পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, সকাল থেকে পটুয়াখালীতে ট্রেস বৃষ্টি হয়েছে। সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ঘূর্ণিঝড় জাওয়ায়েদ ৮৯৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থা করছিল। এটি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। বৃষ্টির কারণে সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।